ডিগ্রি ভর্তি হতে কি কি কাগজ লাগবে || Degree 1st Year Vorti documents & fees 2025 Session. Bangladesh National University degree pass and certificate course 2025
Degree regular admission application has been begun from the last part of March 2025. HSC and equivalent passed students are eligible to apply for the pass course admission to a National University affiliated college. Degree 1st Year admission documents & fees. ডিগ্রি ভর্তি সময় যে সকল কাগজপত্র লাগবে ,কত টাকা লাগে এবং গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ ।
How to Apply for Degree Admission Form Fill Up
Online degree admission applications are accepted by interested candidates. The deadline for online applications is 2025. The majority of applicants are unaware of the proper procedures for applying for admission to the first year of a NU degree program.
-------------------------------------------------------------------------------------------------------------------------
NU Degree ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
• অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
• প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
• পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
• এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
• টাকা জমার রশিদ।
• চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো।
-------------------------------------------------------------------------------------------------------------------------
ডিগ্রী ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবে।
১।SSC ও HSCমূল মার্কশীট
২।SSC ওHSC মূল রেজিঃকার্ড কলেজ ভেদে মূলটা লাগবে।অনেক কলেজে লাগে না।
৩। অনলাইন থেকে পূরণকৃত ২টি ফরম।
৪। প্রশংসা পত্র মূলকপি।
৫। প্রাথমিক আবেদন ফরম।
৬। ২ বা ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৭। উপরোক্ত মূল কাগজের প্রত্যেকের ফটো কপি ২ বা ৪ সেট।টাকার পরিমান ও বিস্তারতি জানতে কলেজের নোটিশ বোর্ডে চোখ রাখুন।
#degree_1st_merit_result